জাতির সংবাদ ডটকম: মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজারে। ৪৮ ঘণ্টার বেশি পেরিয়েও ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলো থেকে এখনো উঠছে কালো ধোঁয়া। তা নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরাও মাঝে মাঝে ছিটাচ্ছেন পানি। সকাল থেকেই পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের অংশ দেখতে আসছেন ব্যবসায়ীরা। তবে আজ কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকা ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পুড়ে যাওয়া মার্কেটে উড়ছে ধোঁয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা আজও কাজ করছেন। হাজারো ব্যবসায়ী তাদের জীবনের শেষ সম্বল হারিয়ে পোড়া দোকানগুলো দেখতে এসেছেন। তবে পুরো এলাকায় ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল পুড়ে যাওয়া মার্কেটের বিভিন্ন অংশ যে যেভাবে পেরেছে সেভাবে নিয়ে গেছেন। আজ সে পরিস্থিতি নেই। জরুরি কারণ দেখানো ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না তারা।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. রাসেল বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। গত দুদিনে অনেক ভাসমান ও ছিন্নমূল মানুষ সেখানে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাই ব্যবসায়ীদের মালামাল রক্ষা করতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক সমিতির সঙ্গে কথা বলেই এটি করা হয়েছে। এজন্য রাস্তার দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে।