জাতির সংবাদ ডটকম: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপরে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির ফরিয়া ও জিয়া পাইক।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে আহত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলাম পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।
ছাত্রলীগ নেতা জাকির বলেন, ‘ওই পুলিশ সদস্য মোটরসাইকেল দিয়ে আমাকে আঘাত করলে আমার সঙ্গে তার তর্ক বাধে। একপর্যায়ে আমার সঙ্গে থাকা লোকজন ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেন। এতে ওই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তবে আমি ওই পুলিশ সদস্যকে মারধর করেননি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, গতকাল সন্ধ্যায় ঘটনার পরপরই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের ভুদেবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।