জাতির সংবাদ ডটকম।।
একটি জাতীয় পত্রিকার সংবাদ প্রকাশের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাম তার …, কাজ করে অন্ধকারে। একটা শিশুর হাতে ১০টাকা তুলে ধরে এ রকম মিথ্যাচার করতে পারে! পত্রিকাটি আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু।
তিনি বলেন, দেশের সুশীল সমাজ আজ পদলেহন করছে বিদেশিদের। তারা উন্নয়ন চোখে দেখে না। তারা উন্নয়ন ও গণতন্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।