জাতির সংবাদ ডটকম: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর লাশ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাত সোয়া ১টায় লাশ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এর আগে, রাত সাড়ে এগারোটার পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ গণস্বাস্থ্য হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের দেখানোর জন্য হাসপাতালের ৬ষ্ঠ তলার হলরুমে রাখা হয়।
রাত আড়াইটার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু-পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা।