মির্জাগঞ্জে ছয় ইউনিয়নে বিএনপির অবস্থান ধর্মঘট

বুধবার, এপ্রিল ১২, ২০২৩

মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ থেকে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের ছয়টি ইউনিয়নে অবস্থান ধর্মঘট করেছে বিএনপি।

১২ এপ্রিল,বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান ধর্মঘট করে উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ, আমড়াগাছিয়া,দেউলী সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়ীয়া ইউনিয়ন।

গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয় আলাদা বিশেষ টিম গঠন করেন। যাদের প্রতিটি ইউনিয়নে উপস্থিত থেকে নেতৃত্ব প্রদানের নির্দেশ দেন।

মাধবখালী, আমড়াগাছিয়া ইউনিয়নের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী, বিএনপি নেতা হোসাইন মোহাম্মাদ শামীম, ছাত্রনেতা মোঃ ইব্রাহীম, কাকড়াবুনিয়া, মজিদবাড়ীয়া ইউনিয়নের দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আইউব খান, সার্জেন্ট (অবঃ) আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ন আহবায়ক মোঃ সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সী, মোঃ ফেরদৌস হাসান সৌরভ, ছাত্রদলের আতিকুল্লাহ সোহাগ প্রমুখ। দেউলী সুবিদখালী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে থাকেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু।

 

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার এর সঞ্চালনায়, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন গাজীর সভাপতিত্বে, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন এর সঞ্চালনায়, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আঃ লতিফ হোসেন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায়, মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন খান টুকু এর সভাপতিত্বে স্ব-ইউনিয়নে অবস্থান ধর্মঘট করা হয়।

 

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা জানান; বাঁধা-বিপত্তি, হামলা, হুমকি, ষড়যন্ত্র উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নিয়েছে।

 

মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন খান টুকু জানান; ব্যানার,লিফলেট,প্ল্যাকার্ড নিয়ে জনদাবির পক্ষে রাজপথে রয়েছি আমরা।

 

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু বলেন; আমরা কেন্দ্রের নির্দেশে প্রতিটি ইউনিয়নে অবস্থান ধর্মঘট পালন করেছি। লিফলেট বিতরণ করে জন সম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীরাও সরব অংশগ্রহণ করেছেন।