ঈদে নতুন পোশাক পেল পাঁজিয়ার আশ্রয় প্রকল্পের সকল পরিবার

বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩

কেশবপুর প্রতিনিধি ।।

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদে নতুন পোশাক পেল পাঁজিয়া আশ্রয় প্রকল্পের সকল পরিবার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয় প্রকল্পের ঘর পাওয়ায় নতুন স্বপ্ন অন্য দিগন্তে দানা বেঁধে উঠতে থাকা মানুষগুলোকে ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এর সহধর্মিনী তহমিনা জসিম চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী সকল পরিবারের মাঝেই ঈদের নতুন পোশাক উপহার দেন।

 

চেয়ারম্যান জসীমউদ্দীনের সহধর্মিনী তহমিনা জসিম বলেন, ‘ঈদের খুশি ভাগাভাগি করে নেয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সবসময় অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি ও লুঙ্গি পাওয়ার পরে তাদের খুশিটায় আমার কাছে সবচেয়ে দামি।’

 

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিত।

এ সময় উপস্থিত ছিলেন, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজা, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু ১,২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ইউনিয়ন পরিষদের তথ্যসেবা উদ্যোক্তা ইমরান হোসেন , গ্রাম পুলিশ মোঃ আলী হাসান, নুরুজ্জামান বাবু প্রমুখ