জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয়ে গেল উদীয়মান চিত্রশিল্পী ইশক হাসনাতের একক চিত্র প্রদর্শনী। রাজধানীর বঙ্গ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে ইশক হাসনাতের চিত্র প্রদর্শনটি অনুষ্ঠিত হয়।
১৪ ও ১৫ এপ্রিল দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনিটি অনুষ্ঠিত হয়, চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত সকল ছবি বিক্রি হয়ে যায়। তরুণ কিশোর যুবক বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষের মাঝেই ইসক হাসনাতের চিত্র প্রদর্শনিটি ব্যাপক সাড়া জাগায়।
ইশক হাসনাতের একক চিত্র প্রদর্শনী নিয়ে তার মা রোটারিয়ান সোহেলী পারভীন মনি বলেন আমার একমাাত্র ছেলে ইসক হাসনাত এর একক আর্ট প্রদর্শনী,সাথে ঈদের কাপড় এর অনেকের স্টল থাকছে, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ট্রাসট ব্যাংকের বিল্ডিং এ্যারাবিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীটি স্থানীয় তরুণ যুবক কিশোর কিশোরী বৃদ্ধ-বৃদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে সারা ফেলেছে, তা আমাদেরকে ভবিষ্যতে আরও বড় ধরনের এক্সিবিশন করার ব্যাপারে উৎসাহিত করেছে, আমরা ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে এক্সিবিশন করার চিন্তা ভাবনা করছি, যার অর্থ সমাজের নিগৃহীত নিপীড়িত অসহায় মানুষের সেবায় ব্যয় করার উদ্দেশ্য রয়েছে।তার ছেলের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল।
উদীয়মান চিত্রশিল্পী ইশক হাসনাত বলেন আমার চিত্রপ্রদর্শনীতে প্রদর্শিত ছবি বিক্রির টাকা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অসহায় নারী যারা রাস্তাঘাটে ভিক্ষা বৃত্তি করছেন তাদের সেবায় দান করা হবে।
ইশক হাসনাত আরো বলেন চিত্রশিল্পের মাধ্যমে তিনি বাংলাদেশকে সারা বিশ্বের বুকে নতুন করে পরিচিত করে তুলতে চান,তার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তার স্বপ্ন তার নানা প্রয়াত এমপি সিদ্দিকুর রহমান যেভাবে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, তার চিত্র প্রদর্শনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি তার নানার স্বপ্ন পূরণ করে এদেশের অবহেলিত নিপীড়িত অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবেন। বিশ্বের নামকরা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি চিত্রশিল্প নিয়ে শখের বসে কাজ করে যাচ্ছেন।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, উদীয়মান চিত্রশিল্পী ইশক হাসনাত তার ব্যতিক্রমধর্মী চিত্র শিল্পের মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতে সারা বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, যদি তার ব্যতিক্রমী চিত্রশিল্প কর্ম তিনি চলমান রাখেন। সরকারি ভাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদান করে তার চিত্রশিল্প কর্ম নির্মাণে তাকে আরও ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রদান করা সরকারের পাশাপাশি আমাদের সকলের উচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদসহ সামাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ইশক হাসনাতের চিত্রশিল্পকর্মের সাফল্য কামনা করেন।