মেষ্টায় ইউনিয়ন মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩

আবুল কাশেম জামালপুর জেলা প্রতিনিধিঃ-

জামালপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত মেষ্টা ইউনিয়ন মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাজীপুর বাজার ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম আজ হু হু করে বাড়ছে সরকার কোন ব্যবস্থা নেয়না। সারাদেশের মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই সরকার।

তিনি সামনে দিনে সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সহ-সভাপতি আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার, সিনিয়র সহসভাপতি আলী আকবর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বুজু মেহের।