মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের এমপি সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের ১নং প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সভায় বিগত মাসের সভার কার্য বিবরণী পাঠ, বিভাগীয় কাজের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা, এডিপি/টিআর/কাবিখা বিষয়ে আলোচ্যসূচীর আলোকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য রাখেন ।
প্রথম অধিবেশনে আইনশৃঙ্খলা কমিটির সভায় মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন ও জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুল আলম
বিগত এক মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
এ সময় মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, তার ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে গরু চুরির ঘটনা ঘটছে। সামনে ঈদুল আজহা কে সামনে রেখে গরু চুরির ঘটনা যাতে বাড়তে না পারে পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন। এছাড়া ঈদে বেপরোয়া মোটর বাইকারদের কারনে আশংকাজনক ভাবে সড়কে প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের লাইসেন্স, হেলমেট, নম্বারপ্লেট না থাকা সত্বেও পুলিশ ব্যবস্থা নেয়না।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, কিছু দুষ্কৃতকারী বালি খেকো বেজার কথা বলে অবৈধভাবে শাহেরখালী ইউনিয়ন থেকে সোনাগাজী পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অংশে সাগরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নোয়াখালী বিক্রি করছে। বেজার সহকারী ম্যানেজার মির্জা আবু জর শুভ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে ড্রেজার গুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসার অনুরোধ জানান।
জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, জনৈক সেলিম মহাসড়কের পাশে যাত্রী চাউনি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। তিনি সরকারি জায়গায় ব্যক্তিগত প্রতিষ্ঠান নির্মাণ কাজ বন্ধ করতে অনুরোধ জানান।
মিরসরাই পল্লী বিদ্যুত সমিতি ৩ এর ডিজিএম সাইফুল ইসলাম দুই থানার পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিদ্যুৎ এর লাইনের তার, ট্রান্সপরমার চুরির ঘটনা উদ্বেগজনক। চুরি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো উচিত।
দ্বিতীয় অধিবেশনে সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি কৃষি জমি যেন খালি না থাকে। সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে। কৃষি জমি নষ্ট করে কোন ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া যাবেনা। কেউ করতে চাইলে বন্ধ করে দিতে হবে। সরকারি পাহাড়ে বনায়ন বাড়ানোর তাগিদ দেন সাংসদ। তিনি আরো বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম সেচ প্রকল্প মহামায়া লেক। ১১ বর্গ কিলোমিটার এ লেকের স্বচ্ছ পানি এখন ইঞ্জিন চালিত বোর্ডের পোড়া মবিলের কারনে পরিবেশ দুষিত হচ্ছে, মাছের ক্ষতি হচ্ছে। তিনি বনবিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন কে দ্রুত সকল ইঞ্জিন চালিত বোর্ড নিষিদ্ধ করে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে নির্দেশ দেন।
সভায় ১৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।