জাপানের ওসাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের জন্য সেমিনার অনুষ্ঠিত

শুক্রবার, এপ্রিল ২৮, ২০২৩

 

নুরুল আলম, মিরসরাই( চট্টগ্রাম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রসমূহে বাংলাদেশের অর্জনকে তুলে ধরতে এক সেমিনারের আয়োজন করা হয়।

শুক্রবার ২৮ এপ্রিল জাপানের দ্য এএনএ ক্রাউন প্লাজা ওসাকায় সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) র ডেপুটি ম্যানেজার সেঁজুতি বড়ুয়া জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোন, JETRO (Japan External Trade Organization) এবং এশিয়া প্যাসিফিক ইনস্টিউট অফ রিসার্চ (APIR)-এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে বলেন, ৬ শতাংশ গড় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ ধারণ করে আছে ৬৬ শতাংশ কর্মক্ষম জনবল। তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়াল স্ট্রিট জার্নাল, জেপি মর্গানসহ সকলের প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ। তিনি নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশের, বিনিয়োগ ও রপ্তানীবান্ধব নীতি, স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য এবং অর্থনৈতিক অঞ্চলের সুযোগসুবিধা তুলে ধরেন।

সেমিনারে জাইকা ও JETRO ( Japan External Trade Organization) পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা-চিত্র ও সম্ভাবনা তুলে ধরা হয়।  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশের বর্তমান বিনিয়োগ নীতি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বেজা’র পক্ষ থেকে “Potential of Economic Zones as Investment Destination with BEZA’s Commitment” বিষয়ে এবং বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোন নিয়ে পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে জাপানীজ অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলসমূহের বর্তমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জাপানী বিনিয়োগকারীদের অবহিত করা হয়। বেজা’র বিনিয়োগকারী সাকাতা ইংক্স-এর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের অভিজ্ঞতা সংক্রান্ত একটি সেশনও এতে অন্তর্ভূক্ত ছিল। জাইকার পক্ষ থেকে বাংলাদেশের শিল্প অবকাঠামো শক্তিশালীকরণে প্রতিষ্ঠানটির সহায়তা সম্পর্কে সেমিনারে উপস্থাপন করা হয়।

সেমিনারে বেজা, বিডা, জাইকা, JETRO, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোন এবং এশিয়া প্যাসিফিক ইনস্টিউট অফ রিসার্চ (APIR)-এর প্রতিনিধিবৃন্দ ছাড়াও প্রায় ১০০ জন জাপানিজ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।