নিজস্ব প্রতিবেদকঃ “গণমুক্তি জোট”- এর কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে জোটের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ-এর সভাপতিত্বে, কো- চেয়ারম্যান প্রফেসর এ.আর খান এর সঞ্চালনায় মতবিনিময় ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , সুধীজন উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই প্রধান মুখপাত্র- সাবেক সচিব কাসেম মাসুদ মে দিবসের ইতিহাস প্রসঙ্গে বলেন- ১৮৮৬ সালের পয়লা মে৷ স্থান আমেরিকার হে মার্কেট৷ ৮ ঘণ্টা কাজ এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে পথে নেমেছিলেন একদল খেটে খাওয়া মানুষ। সেই মিছিলে গুলি চালিয়েছিল পুলিশ। শহিদ হয়েছিলেন চারজন শ্রমিক। তখন থেকেই এই দিনটি শ্রমিকের অধিকার আদায়ের দিন হিসাবে পালিত হয়ে আসছে। আগামী সংসদ নির্বাচনই গণমুক্তিজোটের প্রধান লক্ষ্য সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বর্তমানের সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্ব পূর্ণ, পরবর্তী চারটি সিটি নির্বাচনের প্রার্থীদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
পরবর্তীতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবি নেতৃবৃন্দ, গনমুক্তি জোটের নেতৃবৃন্দ সকল শ্রমজীবি যারা আত্মহুতি দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ দেশের শ্রমিকদের বর্তমান অবস্থার কিভাবে উন্নয়ন করা্ যায় সে প্রসঙ্গে বক্তব্যে আলোকপাত করেন।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা “উনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক” বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ সভার সমন্বিত প্রস্তাবে দাবী জানান, মে দিবসে উৎসব ভাতা দিতে হবে, জোটের চেয়ারম্যান
ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ তার বক্তব্যে আগামী সংসদ নির্বাচন গণমুক্তি জোটের প্রধান লক্ষ্য ঘোষণা করে সকলকে মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানান। তিনি শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জোটের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কো- চেয়ারম্যানের সদস্যবৃন্দ, জোটের সমন্বয়ক পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।