মিরসরাই উপজেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠায় সভা অনুষ্ঠিত

বুধবার, মে ৩, ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যেগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার), তথ্য অধিকার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ মে সকাল সাড়ে ১০টায় মিরসরাই উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গাজালা পারভীন রুহির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই পল্লি বিদ্যুৎ সমিতি ৩ এর ডিজিএম সাইফুল আহম্মদ , চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, রেজাউল করিম মাস্টার, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম।

আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, এনায়েত হোসেন নয়ন, একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, সোনা মিয়া, মফিজুর রহমান, মোঃ মোস্তফা, শামসুল আলম দিদার, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন মাস্টার, মাহফুজুল হক জুনু, কবির আহমদ নিজামী, ফজলুল কবির ফিরোজ, কামরুল হায়দার চৌধুরী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।