সাপাহারে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষ টাকার মাছ নিধন

শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের খেড়ুন্দা গ্রামে একটি পুকুরে গ্যাস টেবলেট( বিষ) প্রয়োগ করে মনিরুল ইসলাম নামের এক মাছ চাষীর প্রায় ৫ লক্ষাধিক টাকার পোনা সহ বিভিন্ন প্রজাতীর মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মাছ চাষি মনিরুল ইসলাম জানান খেড়ুন্দা গ্রামে অবস্থিত প্রায় এক একর জলা বিশিষ্ট একটি পুকুর ৩ বছর মেয়াদে লীজ নিয়ে তিনি মাছ চাষ করছিলেন। এ বছর ছিল তার লীজের শেষ বছর তাই ওই পুকুরে বিপুল পরিমানের বিভিন্ন প্রজাতীর মাছ তিনি রেখেছিলেন।
গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বপরিকল্পিত ভাবে অজ্ঞাত দুর্বৃত্তের দল তার পুকুরে গ্যাস টেবলেট বা কিটনাশক ঢেলে দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে পুকুরের সকল পোনা মাছ সহ বিভিন্ন প্রজাতীর ছোট বড় মাছ মরে পুকুরের পানিতে ভেসে উঠতে শুরু করে। নিরুপায় হয়ে ক্ষতিগ্রস্থ মাছ চাষি বিষয়টি স্থানীয় উপজেলা মৎস্য বিভাগকে অবগত করেন। মৎস্য বিভাগের লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি ও মাছ গুলো পর্যবেক্ষণ করেন। বিষ জাতীয় দ্রব্য প্রয়োগের কারনে মাছ মরে ভেসে উঠছে বলে প্রাথমিক ভাবে মৎস্য কর্মকর্তাগণ ধারনা করেন। এই অমানবিক ঘটনায় মাছ চাষি মনিরুলের প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি।