জাতির সংবাদ ডটকম।।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নির্বাচন-২০২২ প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন স্বাক্ষরিত এই চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকায় সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রধান। সহ-সভাপতি পদে- আবু সালেহ, এম আই ফারুক আহমেদ, খন্দকার হাসনাত করিম, দেওয়ান মাসুদা সুলতানা, নির্মল চক্রবর্তী , মোহাম্মদ মাসুদ ,রফিক মোহাম্মদ, রাশেদুল হক। সাধারণ সম্পাদক পদে- এরফানুল হক নাহিদ ও খুরশিদ আলম। যুগ্ন সম্পাদক পদে- মর্তুজা সাঈদ টিস্যু, মোঃ দিদারুল আলম দিদার, হাসান আল বান্না। কোষাধ্যক্ষ পদে -খন্দকার আলমগীর হোসাইন, বোরহান উদ্দিন ফয়সাল। সাংগঠনিক সম্পাদক পদে- আখতারুজ্জামান রকি, ডি এম আমিরুল ইসলাম অমর, সাঈদ খান। প্রচার সম্পাদক পদে- আবুল কালাম, জেসমিন জুই। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে- রফিক লিটন , শেখ আনোয়ার । জনকল্যাণ সম্পাদক পদে- জাকির হোসেন, সালাউদ্দিন রাজ্জাক। দপ্তর সম্পাদক পদে- ইকবাল মজুমদার তৌহিদ, এইচ এম আল আমিন। নির্বাহী সদস্য পদে- আমির হামযা চৌধুরী, এম মোশারফ হোসেন, এম সামাদ মতিন, ওমর ফারুক , জাহিদুর রহমান, জিয়াউর রহমান, তাজ উদ্দিন আহম্মদ, তালুকদার এইচ এম নূরুল মোমেন তালুকদার রুমি, তসলিম চৌধুরী, ফখরুল ইসলাম, মোঃ আনোয়ারুল হক (গাযী আনোয়ার) , মোঃ আব্দুল্লাহ মজুমদার, মোঃ আব্দুল হালিম, মোঃ নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), মোঃ নুরুল আবসার , মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার , মাহফুজুল আলম জাহিদ, রাজু আহমেদ, শাহীন গাজী , সানজিদা আকতার শবনম এর নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশিত হয়।
আগামী ১ জুন ২০২৩ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণের বিরতি থাকবে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত।