দিঘলিয়ায় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি চলাকালীন সময়ে রেজিস্টার কে হেনস্ত ও তুলে নেওয়ার হুমকি দেওয়ায় ৩ সাংবাদিকের নামে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে । উক্ত সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয় যে গত ১০/৫/২০২৩ ইং রোজ বুধবার আনু: বিকাল ৪ টার দিকে ১। শেখ লিয়াকত হোসেন( Gazi TV ) ২। লিটন আমজাদ,( আনন্দ TV) ৩। কবির হুসাইন ( Global TV) উপজেলা সাব রেজিস্ট্রার মো: আবু রায়হান এজলাসে নিবন্ধন কাজে ব্যস্ত থাকা অবস্থায় এজলাসে ভিডিও করতে থাকেন, এসময় রেজিস্টার মো: আবু রায়হান উক্ত তিন জনের উপস্থিতির বিষয় জানতে চান, কিন্তু উপস্থিত উক্ত তিন সাংবাদিক তাদের পরিচয় দিতে অস্বীকার করেন। পরে সাব-রেজিস্টার মো : আবু রায়হান জানতে চান যে আপনারা সাংবাদিক কি না এবং কেন এজলাসে ভিডিও করছেন এটি বেআইনি তখনও উক্ত ৩ জন কোন উত্তর দেয়নি। এসময় রেজিস্টার আরো বলেন আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে জানতে চাইতে পারেন । ঠিক সেই মুহূর্তে ( আনন্দ টেলিভিশনের ) লিটন আমজাদ সাব রেজিস্টার এর এজলাসের টেবিলের ওপর হাত নিয়ে রেজিস্টারের দিকে নির্দেশ করে বলেন আপনার কাছে যদি কোন কিছু জানার থাকে তাহলে আপনাকে তুলে নিয়ে জেনে নেব এ কথা শোনা মাত্র এজলাসের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয় । এসময় এজলাসে উপস্থিত সেবা গ্রহীতাগণ ও দলিল লেখকগণ তাদের ব্যবহারে উত্তেজিত হয়ে পড়েন, এবং তাদের ব্যবহারে প্রতিবাদ জানালে লিটন আমজাদ সাব রেজিস্টারকে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় লিটন আমজাদের সঙ্গে থাকা অপর দুইজন লিয়াকত হোসেন ও কবির হুসাইন নিরবে থেকে পরোক্ষভাবে লিটন আমজাদ কে সমর্থন দেন। উপস্থিত দলিল লেখক ও সেবা গ্রহীতা তাদের এই হুমকিপূর্ণ আচরণের প্রতিবাদ করেন। এ সময় সাব রেজিস্টার মো:আবু রায়হান কিছু বুঝতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান কে ফোন দিয়ে সহযোগীতা চান। সেই মুহূর্তে মাহামুদুর রহমান এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তুলে নেওয়ার কথা ভিডিও করা ও হুমকি দেওয়ার বিষয় প্রাথমিকভাবে সত্যতা পান। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ একাধিক সেবা গ্রহীতার কাছ থেকে উক্ত হুমকির বিষয় এবং ভিডিও করার বিষয় সত্যতা পান।
এক পর্যায়ে সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদুর রহমান এবং রেজিস্ট্রার মো: আবু রায়হান মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে যান সেখানে ও উক্ত ৩ সাংবাদিক সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ শাকিল কে চোখ রাঙ্গান, এসময় শাকিল ও প্রতিবাদ জানায়, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সামনেই শেখ লিয়াকাত হোসেন সংবাদ প্রকাশের শক্তির কথা বলে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন, তখন সাব রেজিস্ট্রার মো: আবু রায়হান জানান মিথ্যা সংবাদ কে ভয় পান না।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতের নিরাপত্তার জন্য দিঘলিয়া থানায় সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো: আব্দুল গনি বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৫৩৯ তাং- ১০/৫/২৩ ইং।