জাতির সংবাদ ডটকম।।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমমনা সংগঠনসমূহের সমন্বয়ে অর্থাৎ “বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ” বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন” “বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতি” “বাংলাদেশ ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতি” “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি” “বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ” “গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন” “বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ (বাডাকসপ)” এর সমন্বয়ে গঠিত “বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ” এর আত্ম প্রকাশের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের সভাপতি মোঃ হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনের শুরুতেই সভাপতি নবগঠিত পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দকে পরিচিত করান এবং উল্লেখ করেন যে, ১৯৮৮ সনে গঠিত লিয়াজো কমিটির পর এটাই সচিবালয় ও সচিবালয়ের বাহিরের মুখ্য সংগঠনসমূহের বৃহৎ কর্মচারী মোর্চা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিস্তারিত উল্লেখ করে সময়ের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নিম্নোক্ত দাবী পেশ করা হয়:
ক) মাননীয় প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতের সুযোগ দান;
খ) অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন;
গ) নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে ৫০% মহার্ঘভাতা প্রদান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এর মহাসচিব মোঃ রুহুল আমিন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হেদায়েত হোসেন ও কার্যকরি সভাপতি মোঃ আব্দুল হাই মোল্যা, বাংলাদেশ ১৭- ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, বাংলাদেশ সরকারি গাড়ীচালক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম হাওলাদার রানা ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদ (বাড়াকসপ) এর নির্বাহী সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ও মহাসচিব মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি মোঃ শাহিনুর আল-আমিনসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।