আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের উপজেলা মাদারগঞ্জ পৌরসভায় বিল্ডিং কোড আইন না মেনে ভবন নির্মাণের স্থানীয় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগকারী স্থানীয় প্রতিবেশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাসুম মোকারম। আমার চাকরির সুবাদে বাড়ির বাহিরে দূরে অবস্থান করার সুযোগে আমার নিকট প্রতিবেশী সাইদুর মাস্টার কুনো প্রকার আইন কানুন না মেনে আমার বাড়ীর সীমানা ঘেঁষে বহুতল ভবন(বিল্ডিং) নির্মাণ কার শুরু করেছে যা ধুঁকিপূর্ণ ও বিপদজনক । যে কুনো সময় দূর্ঘটনা ঘটতে পারে। অননুমোদিত বিল্ডিং যেনো না তৈরী করতে পারে সে জন্য পৌরসভার প্রশাসনকে ব্যাবস্থা নিতে হবে।
রবিবারে অভিযোগ পরিপ্রেক্ষিতে (১৪মে) সরজমিন ঘুরে দেখা গেছে মাদারগঞ্জ উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড চাঁদপুর কেন্টার বাড়ী মোড় এলাকায় মাদ্রাসা শিক্ষক সাইদুর মাস্টার তাঁর পৈত্রিক বসতবাড়িতে একটি বহুতল ভবন (বিল্ডিং) নির্মাণ কাজ শুরু করে। কিন্তু নির্মানাধীন বিল্ডিংয়ের কুনো অনুমোদন নেওয়া হয়নি পৌরসভার কাছ থেকে। এরপরেও মানা হয়নি পৌর আইন ও পৌরসভার বিল্ডিং কোড।
মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গায় নির্মাণ হচ্ছে বহুতল ভবন। আর এসব বহুতল ভবন নির্মানের জন্য পৌরসভা থেকে অনুমোদনে করা নকশায় বলা আছে ভবনের চারপাশে ৩ ফুট করে জায়গা রাখতে হবে। অথচ জায়গা রাখা দূরে কথা ভবনের সামনের দেয়াল উঠছে পৌরসভার প্রধান সড়ক ঘেঁসে। শুধু এই ভবনটি নয়, গত কয়েক বছরে শহরে গড়ে ওঠা অধিকাংশ ভবন নির্মাণে মানা হয়নি পৌরসভা আইনে বিধিমালা। এসব ভবনে নেই অগ্নি নির্বাপনসহ অন্যান্য কোন সুযোগ সুবিধা।
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক সাইদুর মাস্টার বলেন, তিনি তাঁর নিজের জায়গায় ৩তলা একটি ভবন (বিল্ডিং) নির্মাণ কাজ শুরু করেছেন। তবে পৌরসভার কুনো অনুমোদন নেওয়া হয়নি। তিনি আরও বলেন বিল্ডিং নির্মানের সময় কেউ কুনো অভিযোগ করেনি এখন যেহেতু অভিযগ
উঠেছে পৌর প্রশাসন যে ব্যাবস্থা নিবে আমি তাই মেনে নিবো।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি সব সংস্থার সাথে সমন্বয় করে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আরো বলেন, রাস্তা পর্যাপ্ত জায়গা রেখে বাড়ি নির্মাণ করলে সেটি সবার জন্যই সুবিধা জনক হবে। এ বিষয়ে পৌর কোড মেনে অনুমোদন দেয়া দরকার।
বহুতল ভবন (বিল্ডিং) নির্মাণের বিষয়ে মাদারগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলি জহুরুল হক বলেন, পৌরসভার ভিতরে বহুতল ভবন (বিল্ডিং) নির্মানে অবশ্যই পৌরসভার বিল্ডিং কোড মেনে এবং পৌরসভার অনুমোদন নিয়ে বিল্ডিং নির্মান করতে হবে। তবে বিল্ডিং কোড না মেনে ভবন ও বিল্ডিং নির্মাণ করলে অভিযোগ পাওয়া গেলে জরুরী ব্যাবস্থা নেয়া হবে।