আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ
মাঠ পর্যায়ে কর্মীদের নিবিড় যোগাযোগ কৌশল ও উপকরণের যথার্থ ব্যবহার, কেইসস্টাডি তৈরি, ছবি ও ভিডিও তৈরি এবং কার্যক্রম ও প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং হিসেবে প্রতিষ্ঠানকে সকলের কাছে সমাদৃত করার লক্ষে জামালপুর ও ইসলামপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জামালপুরে দুইদিনব্যপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে কারিগরী সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন।
১৬ মে শহরের হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও যোগাযোগ সম্পদ ব্যক্তি জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল জামালপুর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক সাগর ডি কস্তা, ইসলামপুর এপি ব্যবস্থাপক সজল গোমেজ প্রমুখ।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশনের কমিউনিকেশন ম্যানেজার দেবাশিষ রঞ্জন সরকার, কমিউনিকেশন স্পেশালিস্ট লিপি মেরি রোজারিও, টেকনিকেল স্পেশালিস্ট কাউনান মোর্ছালিন মাজেড। অনলাইনে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যান্ড ম্যানেজার জুলিয়েট মন্ডল।
প্রশিক্ষণে ব্র্যান্ডিং এর গুরুত্ব, ব্র্যান্ডিং করার কৌশল, গ্রহযোগ্যতা, আকর্ষণ এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের প্রকাশসহ ব্র্যান্ডিং এর উপর বিশ্লেষণমূখী আলোচনা করা হয়। এছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ করার কাঠামোগত আলোচনা, উন্নয়ন যোগাযোগের কৌশল, উপকরণ ব্যবহার, কেইসস্টাডি লেখার নিয়ম এবং বিভিন্ন মাধ্যমে তুলে ধরার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়কগণ নানা পদ্ধতি অনুসরণ করে ফলপ্রসু প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। ১৭ মে প্রশিক্ষণের সমাপ্তি হবে বলে আয়োজন সংস্থা জানায়।