চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক

রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩

 

 

আসলাম ইকবালঃ

 

ভোরের সকাল, ঘণ কুয়াশা ভেদ করে এফডিসি থেকে সকাল ৮-৯ টার মধ্যে সব গাড়ী ছেড়ে যায় মাধবদীর উদ্দেশ্যে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক ছিল হেরিটেজ পার্কে। সকাল থেকেই চলচ্চিত্রের শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা হেরিটেজের মাঠে বিশেষ তৈরী সামিয়ানায় নাস্তা টেবিলে। নাস্তা পরিবেশনে একটু ঝামেলা থাকলেও চিতই পিঠা ও ভাপা পিঠা চা ও কফি খেয়ে সবাই নাস্তার সারেন। সকাল ১১টায় সমিতির কর্মকর্তারা মঞ্চে এসে অনুষ্ঠান শুরু করেন। নায়ক ইমনের উপস্থাপনার মাধ্যমে মঞ্চে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ইলয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুন আক্তার। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ। নব-নির্বাচিত সভাপতি কাজী হায়াৎ ও শাহীন সুমন শুভেচ্ছা বক্তব্য রাখেন। চলচ্চিত্রের শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত থেকে সারাদিন আনন্দ করেন। পিকনিক আনন্দের, ব্রেন খোলে, আনন্দ যোগায়, আমাদের দেশে পিকনিক আদীকাল থেকে চলে আসছে। পিকনিক মানেই সারাদিন আনন্দ করার দিন, আসলে পিকনিকটা সবার জন্য পারিবারিক মিলনমেলা।

 

উপস্থিত ছিলেনঃ পরিচালক বাদল খন্দকার, শাহ আলম কিরন, শাহাদাৎ হোসেন লিটন, আবুল কালাম আজাদ, সেলিম আজম, অপূর্ব রানা, শাহীন কবির টুটুল, এডিটর তৌহিদ হোসেন, ইঞ্জিঃ জাহাঙ্গীর, মেহেদী হাসান সিদ্দিকী মনির ও জসিম উদ্দীন। কাজী হায়াৎ, সামসুল আলম, শারমিন, আব্দুল আজিজ, আমির সিরাজী ,ওস্তাদ জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ, খালেদা আক্তার কল্পনা, সাদেক সিদ্দিকী, গাংগুয়া, ফকিরা, ডন, কাবিলা, অনন্ত জলিল, বর্ষা, আসিফ ইকবাল, কর্মকর্তা আরমান, সায়মন সাদিক, শাহনুর, জাদু আজাদ, কেয়া, রিয়াজ, জেসমিন। তনুপান্ডে, জিনিয়া, শিউলী, , রিয়া খান, আন্না ভাবী, স্বপ্না, পিয়াসা, শামীম ওসমান, শ্যামলী, সিমানা আমির, জিন্নাহ, লাবন্য, সুবাহ, অভি মাহমুদ, ফিরোজ শাহী, হায়দার, তানিয়া জারা, কালু, জয়, সিমা সিনহা, কথাকলি, রুবিনা, গান পরিবেশন করেন জুই, কাজী সোমা ও শাহীন খানসহ অনেকে।