চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে বলিউডের বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। তবে সিনেমার গান ‘বেশরম রং’ ইউটিউবে প্রকাশের পর থেকে বিতর্ক চলছে ভারতজুড়ে। এই গান নিয়ে সমালোচনা করছেন দেশটির মন্ত্রী, ধর্মগুরু, পরিচালকসহ অনেকে।
এবার এই গান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, নিজের ছবি ছেড়ে ‘পাঠান’ বিতর্কে ঢুকে পড়েছেন বিবেক অগ্নিহোত্রী। ‘বেশরম রং’ গান নিয়ে মন্তব্য করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক। এ কারণে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখভক্তরা তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
গত সপ্তাহে ‘বেশরম রং’-এর ভিডিও শেয়ার করে বিবেক লিখেন, ‘সতর্কবার্তা! এই ভিডিও বলিউডবিরোধী। একদমই দেখবেন না, যদি আপনি ধর্মনিরপেক্ষ হন।’
এই পোস্টের পরই বিবেকের ইনবক্সে জমা পড়তে থাকে হুমকিসহ মেসেজ। এর মধ্যে একজন লিখেছেন, ‘তোর সন্ধানে আছি। বাড়ি গিয়ে ঘিলু উড়িয়ে দিয়ে আসব, যদি না ওই টুইট ডিলিট করিস।’
সেই সব স্ক্রিনশট দিয়ে বিবেক আবার টুইট করে লিখেন, ‘বাদশাহ (শাহরুখ) ঠিকই বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম নেতিবাচকতায় ভরে গেছে।’
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা। গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। তবে এটি মুক্তির পর থেকেই বেশ সমালোচনা হচ্ছে গানের দৃশ্য নিয়ে। এমনকি দেশটির অযোধ্যাসহ বেশ কিছু রাজ্যে সিনেমা বয়কটেরও ডাক এসেছে। বিতর্কের মধ্যেই গত ২৯ ডিসেম্বর এই সিনেমার দৃশ্য সংশোধনের নির্দেশ দেয় দেশটির সেন্সর বোর্ড।