“আই এস বি জি স্কাউট প্রেসিডেন্সিয়াল মেডেল” অর্জন করল বাংলাদেশ

শুক্রবার, জুন ২, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

আই এস বি জি এর সর্বোচ্চ এ সন্মাননায় ভূষিত হলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী , প্রবনো অডভোকেট এবং এ এইচ আর আই এর প্রধান নির্বাহী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ প্রতিনিধি ড. মো এনামুল হক।

যুক্তরাজ্যের এসেক্স এ অবস্থিত স্কাউট সদর দপ্তর গিলউইল পার্কে ২৭ মে- ১ জুন ২০২৩অনুষ্টিত আন্তর্জাতিক স্কাউট প্রশিক্ষন ক্যাম্পে এ সম্মাননা প্রদান করা হয়। আই এস বি জি স্কাউটের সর্বচ্চো সন্মাননা “প্রসিডেন্ট মেডেল এবং ব্যাজ” বাংলাদেশ প্রতিনিধি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী স্কাউট ড. মো এনামুল হক কে পরিয়ে দেন সন্মানীত সভাপতি স্কাউট ড. দিকপাল কেশারি বাইড্য । এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক স্কাউট লিডার ড. মোগে কক্স, প্রশিক্ষক স্কাউট জোডে , সহকারি প্রশিক্ষক স্কাউট হগেন ও স্কাউট মিস মেলিসা । উপস্থিত স্কাউট লিডার, প্রশিক্ষক এবং কানাডা, তুর্কি, ইউরোপ, এশিয়া, যুক্তরাজ্য, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহনকারী স্কাউটগন ড. মো এনামুল হক কে অভিনন্দন জানান।

ড. হক উপস্থিত সন্মানীত স্কাউট লিডার ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- এ সন্মাননা আমার জন্য প্রেরনাদায়ক এবং আমাকে আরো বেশি দায়িত্বশীল করে তুলবে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করতে, আমার বাংলাদেশের মানবাধিকারকর্মী-স্কাউট-স্বেচ্ছাসেবক টিমকে খুব মনে পড়ছে আমি এ সন্মাননা উৎসর্গ করছি। তিনি সকলের দোয়া ভালোবাসা সহযোগিতা নিয়ে মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাবেন বলে পূণর্ব্যক্ত করেন। উল্লেখ্য উক্ত প্রশিক্ষনে অংশগ্রহন ও স্কাউট প্রেসিডেন্ট মেডেল গ্রহন করার জন্য তিনি এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন, যুক্তরাজ্য থেকে আমেরিকান এয়ার লাইন্সের বিমানে তিনি যুক্তরাষ্ট্রে গমন করবেন এবং ইউরোপীয় সংস্থা ত্রিপলা ডিফেসা অনলোসের পক্ষে নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে ড. হক জাতিসংঘ সম্মেলন ও সভায় যোগদান করবেন ।