তাহসান ইমন, মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। তিনি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন, চিকিৎসা উপকরন, রোগীদের বেড,রোগীদের খাবারের মান, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক ব্যবহার অযোগ্য সামগ্রী মেরামত ও নতুন সংযোজনের নির্দেশ দেন।
গতকাল শনিবার ৩ জুন তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি হাসাপাতালে রোগীদের সুবিধার্থে বিভিন্ন পুরাতন কিংবা অব্যবহারযোগ্য জিনিস বাতিল সহ নতুন মলামাল ক্রয়ের নির্দেশ দেন। রোগীদের সাথে কথা বলে তিনি হাসাপাতালের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভিন্ন উন্নতমানের রোগ নির্ণয়ে এখন উপজেলা স্বাস্থ কমপ্লেক্স অনেক আধুনিক। শুধুমাত্র প্রচার না থাকার কারণে বেসরকারি হাসপাতালে ছুটেন রোগীরা। এতে করে গরিব রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাভবান হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।
এসময় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহম্মদ আরজু, স্বাস্থ্য সহকারী সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।