মিরসরাইয়ে প্রবাসির স্ত্রীকে গভীর রাতে দরজা বন্ধ করে নির্যাতনের অভিযোগ

মঙ্গলবার, জুন ৬, ২০২৩

 

নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জান্নাতুল ফেরদৌস সুমি নামে এক প্রবাসির স্ত্রী কে মধ্যরাতে ঘরের দরজা বন্ধ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর রাত সাড়ে ১২টায় জান্নাতুল ফেরদৌস সুমি স্থানীয় ওয়ার্ডের সদস্য শহিদুল্লাহর বাড়িতে আশ্রয় নেন। করেরহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মফিজ আহম্মদ মেস্ত্ররী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসি মাহতাব উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুমি। মুমূর্ষু অবস্থায় সুমিকে রাত ২টায় মিরসরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করানোর পর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, শনিবার (৪ জুন) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয়পুর পুর্বজোয়ার গ্রামের মফিজ মেস্তরী বাড়িতে গতকাল দিনগত রাত ১২ টায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসির গৃহবধূ দুই সন্তানের মা সুমির ঘরে ঢুকে দরজা বন্ধ করে সুমির উপর নির্যাতন চালান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপন ভাসুর তায়েফ উদ্দিন ও খায়ের উদ্দিন (পিতা মৃত মফিজ মেস্তরী) সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পারিবারিক পুরনো দ্বন্দ্ব কে কেন্দ্র করে মধ্যযুগীয় বর্বরতার পর সুমিকে রক্তাক্ত অবস্থায় ঘরে আটকে রাখেন তারা। ঘরের জানালা দিয়ে কোন রকমে বের হয়ে দৌড়ে দৌড়ে আধা কিলোমিটার দুরে স্থানীয় ইউপি মেম্বার শহিদুল্লাহর বাড়িতে আশ্রয় নেন। পরে মেম্বার শহিদুল্লাহ সুমির বাবাকে খবর দেন। বাবা মা এসে মুমূর্ষু অবস্থায় প্রথমে মস্তাননগর হাসপাতালে ভর্তি করান। মাথায়, চোখে ও বুকে প্রচন্ড ব্যথার কারনে পরদিন সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমি ৬ বছর এবং ৪ বছেরর দুটি ফুটফুটে কন্যা শিশু রয়েছে । মাকে নির্যাতনের সময় দুটি শিশুর আহাজারি হৃদয় গলেনি পাষানদের । তারা শিশু দুটিকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। সুমির চিৎকারে ভয়ে এগিয়ে আসেনি আশপাশের কেউ। মারধরের একটি অডিও রেকর্ডিং এ প্রতিবেদকের কাছে রয়েছে। গুরুতর আহত সুমিকে দেখতে যান সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সভাপতি সাইফুল ইসলাম। তিনি জানান, এ জগন্য নির্যাতনের কঠোর বিচার চাই। প্রবাসিদের পাশে থাকবে সকল প্রবাসি এবং মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। সুমির ভাই শাহাদাত হোসেন জানান, তার বোনের অবস্থা ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ করেননি। এলাকার দুই নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রাত ১২টায় আমি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমার ঘরের দরজায় বাড়ি দিয়ে আমাকে বাঁচান আমাকে বাঁচান বলে চিৎকার শুনি । দরজা খুলে দেখি প্রাবাসি মাহতাবের স্ত্রী দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি তাকে নিয়ে তার বাড়িতে যাই। তার বাবাকে ফোন করে চিকিৎসার ব্যবস্থা করতে বলি। তার ৬ বছরের শিশুটি মাকে নির্যাতনের বর্ননা দেয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়েফ উদ্দিন জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সাথে পরিবারের কারো সম্পর্ক নেই। সে তায়েফ উদ্দিনের ঘরের মোবাইলে রাজনৈতিক কথাগুলো সব রেকর্ডিং করে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন কে পৌঁছে দেয়। শনিবার দিবাগত রাতে ঘরের পিছনে কানপেতে কথা রেকডিং করার সময় আমার কাছে ধরাপড়ে যায়। এসময় আমার স্ত্রী বিবি মরিয়মকে কে মারধর করে। পরে সে টিউবওয়েলের সাথে ধাক্কা খেয়ে পড়ে আহত হয়। আসার স্ত্রী জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ এসে তদন্ত করেছে।

ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, আমি চট্টগ্রাম শহরে রযেছি। দুই নং ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে জেনেছি। এধরণের ঘটনা শুনে মর্মাহত হয়েছি। একজন প্রবাসির স্ত্রী যদি কোন অন্যায় করে তার বিচার আছে। প্রশাসন রয়েছে। গভীর রাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছোট ছোট দুটি শিশুর সামনে মাকে মারধর করা জগন্য অন্যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন জানান, এখনো পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।