দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিই পারে দুর্নীতি প্রতিরোধ করতে জামালপুরে দুদক কমিশনার

বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩

 

 

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-

 

লোভী মানুষরা অর্থ-সম্পদ অনৈতিকভাবে অর্জন করার নেশা থেকে কখনই নিজেদের বিরত রাখতে পারে না। এজন্যই দুর্নীতি, প্রতারণার মাত্রা কমছে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। জামালপুরে অনেক নেতাকর্মী, সরকারি কর্মচারী দুর্নীতি করলেও দুর্নীতি প্রতিরোধ কমিটির কোন সদস্যদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন অভিযোগ পাইনি। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে কথাগুলো বলেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (তদন্ত) মো. জহিরুল হক।

“সবাই মিলে গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ঋত্বিক সাহা, জামালপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক তালেবুর রহমান, জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারী ইভা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী, আশরাফুজ্জামান স্বাধীন, দুপ্রক ইসলামপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী, দুপ্রক সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আন্নু মিয়া, দুপ্রক বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আল-আমীন ও দুপ্রক দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোদন মোহন ঘোষ প্রমুখ।

প্রশিক্ষণে জেলা কমিটি, উপজেলা কমিটির সদস্যসহ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ৬০জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের কর্মকৌশল নির্ধারণ, সততা সংঘ ও সততা স্টোর কার্যক্রমকে আরো গতিশীলকরণে বিভিন্ন প্রয়াস গ্রহণসহ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে অঙ্গিকার ব্যক্ত করা হয়। এই প্রশিক্ষণের মধ্যদিয়ে সদস্যদের মাঝে নতুন উদ্দিপনা সৃষ্টি হয়েছে। এতে করে আগামী দিনে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশের সৃষ্টি হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।