জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

সোমবার, জুন ১২, ২০২৩

 

 

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ

 

‘শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে শোভাযাত্রা, মানববন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জামালপুর সুইড ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মো. তানজিমুল ইসলাম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের কর্মসূচি ব্যবস্থাপক (এপি) মিনারা পারভীন, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় পাল, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির খান, এনএসভিসি জামালপুর সদর উপজেলা সমন্বয়কারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হোসেন। অনুষ্ঠানে শ্রমজীবী শিশু, অভিভাবকসহ বিভিন্ন অংশীজনের ৭০ জন অংশ নেন।

শিশুশ্রম প্রতিরোধ দিবসের শুরুতেই চালাপাড়া সুইড ভবন প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরে ওয়াপদা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সুইড ভবনের সভাকক্ষে শ্রমজীবী শিশুরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। ছবি আঁকা শেষে শিশুরা নিজেদের জীবন যুদ্ধের গল্প বলা শুরু করলে উপস্থিত অতিথি ও অভিভাবকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আলোচনা সভায় বক্তারা বলেন স্বাধীনতা প্রাপ্তির ৫২ বছর পরেও দেশে লাখ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। জামালপুর শহরেই অসংখ্য শিশু বিদ্যালয়ে যাবার সুযোগ না পেয়ে শ্রম বিক্রি করছে। যা আইএলও এবং বাংলাদেশের সংবিধান ও শিশু সুরক্ষা নীতিমালা বিরোধী। এ অবস্থা নিরসনে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও ভূমিকা রাখতে পারে।