গৌরীপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩

 

দিলীপ কুমার দাস ময়মনসিংহ। 

আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে (১৫ জুন) স্থানীয় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে কৃষি কার্যালয়ের সভা কক্ষে ৮ শত কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লিপি জানান, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৮ শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূলে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।