মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাই থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও ১টি প্রাইভেটকার সহ ৬ জনকে আটক করা হয়েছে।
মিরসরাই থানা পুলিশ জানায়, ১ জুন শুক্রবার রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় মিরসরাই থানা এলাকায় রাত্রিকালীন ডিউটির সময় এসআই (নিঃ) মোঃ সালেহ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ ডাকাতদলের ডাকাতির প্রস্তুতির খবর পান। এসম অভিযান পরিচালনা করে মিরসরাই থানাধীন ১৩নং মায়ানী ইউপির ১নং ওয়ার্ডের সৈদালী রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইকোনমিক জোন সড়কের গেইটের পশ্চিমে পাকা রাস্তায় ১টি প্রাইভেটকারে ৫/৬জন এবং তাদের সহযোগী আরো ৭/৮ জনসহ মোট ১২/১৩ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহনকালে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, মোঃ জাহাঙ্গীর প্রঃ দিদার(৪৭), পিতা-মৃত বজল আহম্মদ, সাং-জাহানাবাদ, তিতা গাজীর বাড়ী, ৯নং ওয়ার্ড, ভাটিয়ারী ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা চট্টগ্রাম, আবুল কালাম(৪৫), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-চাঁনপুর, বশরের বাড়ী, ০৭নং ওয়ার্ড, নারায়নহাট, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-জাহাঙ্গীর মেম্বারের কলোনী, কদমরসুল, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, আলা উদ্দিন প্রঃ মুন্সি (৩২), পিতা-মৃত সালেহ আহম্মদ সাং-কদমরসুল, আলী আক্কাসের বাড়ী, ৮নং ওয়ার্ড, ৯নং সোনাইছড়ি ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, মোঃ রিয়াজ(২৪), পিতা-মোঃ মনির, সাং-পরিষ্কার বাজার, ৬নং ওয়ার্ড, ৮নং ্ইউপি, থানা-সুবর্ণচর, জেলা-নোয়াখালী, বর্তমানে-কদমরসুল, মুছা মিয়ার বাড়ী, ৮নং ওয়ার্ড, ৯নং ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, মোঃ জসিম(২৮), পিতা-মোঃ বাবুল, সাং-হোগলা বেতকা, বেপারী বাড়ী, ৮নং ওয়ার্ড, বেতকা ইউপি, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর, বর্তমানে-বিএম গেইট, ভাটিয়ারী, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, মোঃ রনি(১৯), পিতা-মোঃ আলম, সাং-স্কুলের ভিটা, জটওয়ালা বুড়ির বাড়ী, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কদমরসুল, রফিক ফোরম্যানের বাড়ী, ৮নং ওয়ার্ড, ৯নং ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরে ৬/ ৭ জন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ আটককৃত ও পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ২টি টিপ ছোরা, ১টি প্লেয়ার, ১টি স্ক্রু ড্রাইভার, ১ টুকরা রড যার সামনের অংশ ধারালো, ১টি নোস প্লাস, ২টি স্লাইট রেঞ্চ. ১টি ফ্রেমসহ হেসকো ব্লেড, ২টি কোরা বারি, ১টি দা, ১টি লম্বা ছোরা, ১টি কাঠের লাঠি, ১টি স্টিলের পাইপ, ১টি বড় কাটার, ৩টি কাঠের লাঠি এবং ডাকাতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (যাহার নং-চট্ট মেট্টো-গ-১১-৫৭৪৮) উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাত্রিকালে গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে যেখানে যা পায় ডাকাতি করাই তাদের কাজ। তারা সংঘবদ্ধভাবে মানুষের সর্বস্ব কেড়ে নেয়। কখনো কখনো তাদের সাথে ডাকাতির সময় তর্কে জড়ালে মানুষের প্রানহানির মতো ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে আর কোন মামলা রয়েছে কিনা আরো তদন্তের জন্য আসামীদের বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করা হবে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে। তাদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।