নুরুল আলম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশে আলোচিত মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়ার জামিন দিয়েছে আদালত।
মঙ্গলবার ২০ জুন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জিহান সানজিদার আদালতে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত নুসরাত নাদিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন। নাদিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ নুরুল করিম এরফান সহ আইনজীবী নেতৃবৃন্দ।
জানাগেছে, গত ১৪ জুন বুধবার, চট্টগ্রাম কাজীর দেউরী চত্বরে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত”কে সন্ত্রাসীরা মিরসরাই ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে রাত ৯ টার দিকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে শারিরীক মানসিক নির্যাতন করে প্রায় রাত ১২ টায় জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ পরদিন বিস্ফোরণ মামলায় চালান করে নাদিয়া নুসরাত কে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। ১৮-১৯ জুন দুইদিন নাদিয়ার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। ১৮ জুন সকালে নির্যাতনের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেনের শাস্তি দাবি করে চট্টগ্রাম কাজীর দেউরী নসিমন ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার, নামির মা কহিনুর বেগম। বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল, যুবদল। নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামসহ নাদিয়া নুসরাতের পাশে দাঁড়ান চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজিসহ বিভিন্ন সংগঠন ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন জানান, বিজ্ঞ আদালত আমাদের আবেদন আমলে নিয়ে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের জামিন আবেদন মঞ্জুর করেছে। আমরা প্রাথমিক ন্যায় বিচার পেয়েছি।
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান জানান, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত আমরা আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন নিয়েছি। এখন আমরা নির্যাতনের সাথে জড়িত চেয়ারম্যান মোস্তাফার ছেলেসহ আওয়ামী সন্ত্রাসীদের প্রেফতার এবং এই ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে বিচার দাবি জানাই ।