নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ।।
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির বালুটিলা এলাকায় চাঞ্চল্যকর প্রবাসী মাসুদুর রহমান মির্জা হত্যা মামলায় গ্রেফতার তিন আসামীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
মঙ্গলবার ( ২০ জুন ) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহারিয়ার ইকবাল এর আদালতে রিমান্ড শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনির হোসেন আসামিদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
রিমান্ডের আসামিরা হলেন, মামলার ৩ নম্বর আসামি দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেন।
এদিকে মামলার বাদী নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু জানান, মামলার ৩ নাম্বার আসামি আকতার হোসেন হীরা নিহত মাসুদুর রহমান মির্জা হত্যার মূল নির্দেশদাতা।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে বালুটিলা বাজার মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হওয়ার পর প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাসী (ওমান ফেরত) মাসুদ মির্জাকে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। ঘটনার দিনই শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে উত্তেজিত জনতা। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই।
এই বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মনির হোসেন জানান, আসামীদের রিমান্ড চাওয়ার পর আদালত প্রত্যেক আসামিকে ২ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।