মিরসরাইয়ে ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বুধবার, জুন ২১, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে রাজনৈতিক রং দিয়ে জাতীয় পর্যায়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানানো হয়।

 

এতে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকের রেফান্স দিয়ে সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগকে জড়িয়ে উদ্ভট কিছু বক্তব্য পেশ করা হয়। যা প্রকৃত ঘটনার সাথে কোনভাবেই যুক্তিযুক্ত নয়।

 

গত ১৪জুন দিবাগত রাত সাড়ে ১১টা কিংবা ১২ টার দিকে উপজেলার কাটাছরা ও ইছাখালী ইউনিয়নের সীমান্ত রেখায় অবস্থিত শাহজী পুকুর এলাকায় এক নারী ও চার যুবকের সন্দেভাজন গতিবিধি দেখে এলাকার লোকজন তাদের আটকায় এবং পরবর্তীতে জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। এসময় ওই চার যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটাস্থলে গিয়ে নাদিয়া নুসরাত নামে একটি নারীকে আটক করে।

 

তিনি বলেন, শাহাজীপুর এলাকার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। এছাড়া বিএনপি-ছাত্রদল একসময়কার তুখোড় ছাত্রলীগ নেতা, ইছাখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান নুরুল মোস্তফা ও তাঁর ছেলেকে জড়িয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার করে। এছাড়াও বিএনপির নেত্রী ব্যারিষ্টার রুমিন ফারহান, বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি কোন তথ্য না জেনে একটি নারীগটিত ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে জাতীয় পর্যায়ে অপপ্রচার করে। এছাড়া গত ১৮ জন কথিত ছাত্রদল কর্মী নাদিয়া নুসরাতের মাকে নিয়ে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করে। এখানে ছাত্রলীগের বিরুদ্ধে নেক্কারজনক মন্তব্য করা হয়।

 

এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা কথিত নাদিয়া নুসরাতে কিছু ভিড়িও ফুটেজ ও মাদক সেবনের ছবি সাংবাদিকদের সরবাহ করেন। এতে দেখা গেছে, নাদিয়া নুসরাত চট্টগ্রাম জেলা পুলিশের চিহ্নিত ইয়াবা সম্রাটের সাথে ভিড়িও কলে কথোপকথন করছেন। ইয়াবাহ দিয়ে পাশিয়ে দেওয়ার চেষ্টা করছেন আরেক ব্যক্তিকে।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিঠুন শর্মা সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।