মিরসরাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ সরকারের উন্নয়ন তুলে ধরে নেতাকর্মীদের এক থাকার নির্দেশ রুহেলের

শুক্রবার, জুন ২৩, ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::
দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলার উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ টায় মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পায়রা উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান৷ এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা তাদের অতীত রাজনৈতিক কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন৷
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ প্রবীণ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ আলোচনা শেষে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, আজ আওয়ামী লীগের ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আওয়ামী লীগের বিরোধী অপশক্তি অপপ্রচার চালাচ্ছে। এসবের কোন ভিত্তি নেই, প্রধানমন্ত্রী রাতদিন পরিশ্রম করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । প্রধানমন্ত্রী বারবার বলছেন এক ইঞ্চি জায়গা অনাবাদি খালি রাখা যাবেনা। একি কথা আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সব সময় বলে যাচ্ছেন। সামনে নির্বাচন সবাইকে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। সম্প্রতি মিরসরাইয়ের ইয়াবা সেবনকারী একটি মেয়েকে নারী নেত্রী দাবি করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালিয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা মেয়েটির সঠিক পরিচয় বের করে জাতির সামনে যারা তুলে ধরেছেন। তিনি আরো বলেন, আমরা নিজেদের উপর নিজেরা নির্ভরশীল হতে হলে নিজেদের আরো দায়িত্বশীল হতে হবে। রুহেল বলেন, যারা নতুন টাকার মালিক হয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন সেদিন শেষ। উন্নয়ন দেখে, অতীত দেখে মনোনয়ন দেয়া হবে। মিরসরাইয়ের সকল নেতাকর্মী ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ঘটনায় যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বক্তব্য দিয়েছেন সেভাবে এক থাকতে হবে। সামনে নির্বাচন আমাদের বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়ার নেতৃত্বে এক থাকতে হবে।