বিভিন্ন আয়োজনে গৌরীপুরে গুরুপূর্নিমা অনুষ্ঠিত

সোমবার, জুলাই ৩, ২০২৩

দিলীপ কুমার দাস ময়মনসিংহ। 

 

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (৩ জুলাই) সোমবার শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির আঙিনায় নরোত্তম সংঘের উদ্যোগে গুরুপূর্নিমা তিথি পালন উপলক্ষে গত ৩০ জুন হতে ২ জুলাই পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ এবং এদিন দিবাগত রাতে অষ্টপ্রহর ব্যাপি হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে ।

 

 

আজ গুরুপূজার পাশাপাশি অষ্ট প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলছে । উপস্থিত ভক্তরা জানান, শ্রীধাম বৃন্দাবন (রাধাকুন্ড) থেকে গুরুমহারাজ ভাগবত রত্ন ১০৮ শ্রীল বাসুদেব দাস বাবাজি মহারাজ এর আগমন উপলক্ষে এ আয়োজন । এছাড়াও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন নেএকোনা জেলার সিধলী থেকে আগত পরম বৈষ্ণব শ্রী লিটন বিশ্বাস । আগামীকাল মঙ্গলবার নগর পরিক্রমা, মধাহ্নকালীন সপার্ষদ গৌর গোবিন্দ ও ৬৪ মহন্ত ভোগ আরাধনা, ভোগ দর্শন ও মহা প্রসাদ বিতরন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি । নরোওম সংঘের সহকারী কর্নধার মুরারী দাস (মিন্টু) জানান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দের পদচারণায় মন্দির অঙ্গন মুখরিত হয়ে মহা উৎসবে পরিণত হয়েছে ।