আবুল কাশেম জামালপুর প্রতিনিধি:-
জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ থেকে শহরের বকুলতলা চত্বর পর্যন্ত সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর নাগরিক কমিটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন আজ দুপুরে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় দয়াময়ী চত্বরে তিনটি সড়ক অবরোধ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন ও পৌর কাউন্সিলর বিজু আহমেদ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক সংস্কারের নামে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিবছর কোটি কোটি টাকা লুটপাট করেছে। প্রায় তিন কিলোমিটার সড়কটি বর্তমানে ব্যবহারে একেবারে অনপোযোগী হয়েছে।
এ সময় বক্তারা জামালপুর সড়ক বিভাগের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।