দিলীপ কুমার দাস ময়মনসিংহ ।
ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীদের কাছ থেকে অটোরিকশা যাত্রীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪ জন চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষ করে গৌরীপুর থেকে ময়মনসিংহ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা ও গৌরীপুর থেকে শ্যামগঞ্জ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা আদায় করছিল চালকরা।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চার অটোরিকশা চালককে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন- আলমগীর ৫ হাজার, শহীদুল ইসলাম ৫ হাজার, দুলালা ৫ হাজার ও সুমন ২ হাজার।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে