স্টাফ রিপোর্টারঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বিপ্লব। বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব দীর্ঘদিন ধরে এলাকায় ব্যাক্তিগত উদ্যোগে দান অনুদান এবং সামাজিক মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
মেহেদী হাসান বিপ্লব শুধু ব্যবসায়ী মহলেই পরিচিত নন, তিনি মানবতার ফেরিওয়ালাদের মধ্যেও একজন। মহামারি করোনাকালীন সময়ে তিনি নিম্ন আয়ের মানুষদের পাশে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার সবগুলো অফিসের মাধ্যমে করোনাকালীন সময়ে তিনি তার আয়ের একটি বিরাট অংশ দান করেছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মাঝে।
বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় সরব রয়েছেন। বছরে দুটি ঈদে উৎসব এবং করোনাকালীন সময়ে তিনি মানুষের সেবা দিয়ে মন জয় করেছেন। অসুস্থদের চিকিৎসা, গরীব দুস্থ্য মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া , পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
মেহেদী হাসান বিপ্লব আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন এ বার্তা পৌঁছে গেছে ভোটারদের ঘরে ঘরে । এলাকার সাধারণ মানুষ তাঁর সঙ্গে আছেন।
উপজেলার বাগানবাজার ইউনিয়নে , দাঁতমারা ইউনিয়ন, নারায়ণহাট ইউনিয়ন, হারুয়ালছড়ি ইউনিয়ন, পাইন্দং ইউনিয়ন, সুন্দরপুর ইউনিয়ন, কাঞ্চননগর ইউনিয়ন, লেলাং ইউনিয়ন, রোসাংগিরি ইউনিয়ন, বখ্তপুর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, জাফতনগর ইউনিয়ন, আবদুল্লাহপুর ইউনিয়ন এবং সমিতিরহাট ইউনিয়ন ঘুরে মানুষের মধ্যে নির্বাচনী আমেজ দেখা গেছে।
জেএইচএম গ্রুপের ডিএমডি, তরুন শিল্পপতির মেহেদী হাসান বিপ্লব জানান, সারাদেশে উন্নয়ন হচ্ছে কিন্তু ফটিকছড়ি উপজেলা উন্নয়ন বঞ্চিত। এখানে মানুষ খুন করলেও বিচার পায়না মানুষ। খুন রাহাজানি সন্ত্রাসে সয়লাব। কোন অন্যায় অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে সায়স পায়না মানুষ । আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। অবহেলিত ফটিকছড়ি বাসিকে উন্নয়নের অংশীদার করতে প্রার্থী হবো।
এলাকার বৃদ্ধ আবুল কাশেম জানান, শুধু দলীয় প্রতীক নয় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পেলে প্রার্থী বিবেচনা করে ভোট দিবেন। মেহেদী হাসান বিপ্লব সৎ যোগ্য প্রার্থী। বিপদে আপদে তাকে পাশে পাওয়া যায়। এবার নির্বাচনে আমরা তাকে ভোট দিয়ে ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত করবো।
তিনি ব্যক্তিগত তহবিল থেকে ফটিকছড়ির যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও গরীব মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি পাশে দাঁড়িয়েছেন।
বালুটিলা এলাকার বাসিন্দা বেলাল হোসেন জানান,বর্তমান উন্নয়নের সরকার ক্ষমতায় থাকলেও বালুটিলা মোহাম্মদপুর গ্রামটি যেন অন্ধকারে রয়ে যায় । বিপদে আপদে অবহেলিত গ্রামটির পাশে দাঁড়ালেন তরুণ উদ্যোক্তা মেহেদি হাসান বিপ্লব। তিনি নিজ অর্থে ৬৫ ফুট লম্বা কাঠের ব্রিজ করে দেন। ফটিকছড়ির দাতঁমারা, মোহাম্মদপুর, বালুটিলা গ্রামসহ আরও ২/৩ টি গ্রামের শতশত মানুষ বন্দী জীবন থেকে মুক্তি লাভ করেন।