নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শাহ্ মনজুরুল হকের ঈশ্বরগঞ্জের মগটুলা এবং মাইজবাগ ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগঃ

সোমবার, জুলাই ১০, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।

সংসদীয় আসন-১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ আইন উপকমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য, বেক্সিমকোর পরিচালক অ্যাড. শাহ্ মনজুরুল হক ঈশ্বরগঞ্জের মগটুলা এবং মাইজবাগ ইউনিয়নে মতবিনিময় এবং গণসংযোগ করেছেন।

লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদে জুমা’র নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে মনজুরুল হক বলেন, আমি আপনাদেরই সন্তান, শৈশব-কৈশোরের পুরোটা সময় এই এলাকায় কাটিয়েছি। আপনারা পাশে থাকলে নিজেকে আপনাদের সেবাই নিয়োজিত করতে চাই। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মুসল্লীগণের কাছে দোয়া চান। নামাজ শেষে তিনি মুসল্লীগণের সাথে কুশল বিনিময় করেন।

এরপর ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের প্রবীণ নেতা জব্বার ভুঁইয়া সাহেব এবং তার অসুস্থ স্ত্রীকে দেখতে তাদের ঈশ্বরগঞ্জের বাসায় যান তিনি।

গণসংযোগের শুরুতে ৭নং মগটুলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আবদুল মান্নান কে দেখতে তার বাসায় যান তিনি। ইউনিয়নের ধীতপুর বাজারের গণসংযোগে শাহ্ মনজুরুল হক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ কে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, কিন্তু আমাদের ঈশ্বরগঞ্জে সে হিসেবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারীর শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিবেন। আপনাদের সহায়তায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জ কে একটি মডেল এবং স্মার্ট উপজেলায় পরিনত করবো ইনশাআল্লাহ। ধীতপুর দক্ষিণা বাজারেও তিনি গণসংযোগ করেন।

তরফ সোনামণি এলাকায় গাড়িবহর যাওয়ার সময় শত শত মানুষ রাস্তায় আসে এবং শাহ্ মনজুরুল হক সাহেবের সাথে দেখা করতে চাই। তিনিও তাদের আপন করে নেন এবং তাদের সাথে কথা বলেন। তিনি বলেন- ঈশ্বরগঞ্জের সকল জরিপে নৌকার সমর্থন বিপুল ভোটে এগিয়ে। কিন্তু গত দুই জাতীয় নির্বাচনে এখানে নৌকার প্রার্থী মনোনয়ন পাননি। এবার আপনাদের আশার প্রতিফলন ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি ইউনিয়নের ধনিয়াকান্দি চৌরাস্তা, পারা বাসাটি এবং নওয়া পাড়া এলাকায় গণসংযোগ করেন।

স্থানীয় মধুপুর বাজারে পৌঁছালে করতালি এবং মুহুর্মুহু শ্লোগানে তাকে বরণ করে নেয় স্থানীয় জনগণ। তিনি ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে গণসংযোগ থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। একটি সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা হলো একজন ক্যারিশম্যাটিক নেত্রী, মমতাময়ী মা। গত কয়েকদিন আগে বিদ্যুতের সমস্যা হয়েছিল। বিএনপি জামাত এটা নিয়ে নোংরা রাজনীতি শুরু করে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে মাত্র সাতদিনে বিদ্যুৎ সমস্যার সমাধান করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি জামাত ষড়যন্ত্র শুরু করেছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অংশগ্রহণ করবো এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।

৬নং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজারে গণসংযোগ করেন এবং পথসভায় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শত ফুলের মধ্য থেকে সেরা ফুলটি তিনি নেবেন। এই ঈশ্বরগঞ্জ আসন সেই সেরা ফুলটি আমি হবো ইনশাআল্লাহ। এছাড়াও বিএনপির সমালোচনা করে তিনি বলেন- তারা আসলেই নির্বাচন করতে চাই না। তারা চাই তৃতীয় কোন শক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে। আপনাদের কে সাথে নিয়ে আমরা তাদের এই কুটচাল প্রতিহত করে দিবো।

এরপর মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারের গণসংযোগে অংশ গ্রহন করেন তিনি। এখানকার পথসভাটি জনসভায় রূপ নেয়। সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা হাজি মতিউর রহমান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে শাহ্ মনজুরুল হক আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে দৃঢ়ভাবে বলেন। অত্র সভায় শাহ মনজুরুল হক সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, দেশের সব জায়গায় আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে সরকার। গ্রাম হয়ে উঠেছে শহর। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছে। মেট্রোরেল চলছে। কর্ণফুলী টানেল উদ্ভোদনের অপেক্ষায়। ইনশাআল্লাহ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঈশ্বরগঞ্জ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিবেন এবং আমি আপনাদের সকলের প্রচেষ্টায় এমপি নির্বাচিত হয়ে গত আট বছর আওয়ামী লীগের এমপি না থাকায় অবহেলিত ঈশ্বরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট উপজেলায় পরিনত করবো।

তখন প্রায় রাত ১২টা বাজে হাওড়া বাস স্ট্যান্ড তখনও শত শত নেতাকর্মী বসে আছে তাদের প্রিয়নেতাকে দেখতে। নেতা আসলেন তারাও গলা ফাটিয়ে নেতার উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন। নেতাও সবার উদ্দেশ্যে বলেন এতো রাতে আপনারা বসে আছেন। আপনাদের ধন্যবাদ দেয়ার বাসা আমার নেই। আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। ইনশাআল্লাহ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেমনি ভাবে এই দেশকে এবং দেশের মানুষকে দেখে রাখছেন, আমিও আপনাদের আসন থেকে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদেরকে দেখে রাখবো।

উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে সর্বস্তরের আওয়ামী লীগ কর্মীরা এবং সাধারণ জনগণ গণসংযোগ এবং পথসভা গুলোতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।