জাতির সংবাদ ডটকম।।
পূবালী ব্যাংক লিমিটেড সম্প্রতি ইন্টারনেট ব্যাংকিং/পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে পোস্টপেইড বিদ্যুৎ বিল সংগ্রহের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগ প্রধান, পূবালী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেক্রেটারি হাসিনা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকরা পূবালী ব্যাংক লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং/ পাই মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে তাদের পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর অ ল প্রধান ও মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী, জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (ফিন্যান্স) দীপংকর বিশ^াস, কন্ট্রোলার (ফিন্যান্স ও অ্যাকাউন্টস্) মোঃ হোসেন পাটোয়ারীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।