মিরসরাই আজিজিয়া মাদ্রাসার ২টি বিভাগে প্রথমস্থান অর্জন

শুক্রবার, জুলাই ১৪, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মিরসরাই আজিজিয়া মাদ্রাসার ছাত্ররা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। কোরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগীতায় এ মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান অর্জন করেছেন।

কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেন মোঃ ওমর আল আদিল এবং হামদ/নাত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন আসাদ উদ্দিন আদনান। তারা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ১৫ জুলাই জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এছাড়া আজিজিয়া মাদ্রাসার ছাত্ররা (ক) বিভাগে ২টি,২য় পুরস্কার (ক-খ) বিভাগে ২ টি, ৩য় পুরস্কার (ক) বিভাগে ১ টি পুরস্কৃার অর্জন করেছে।

বৃহস্পতিবার ১৩ জুলাই প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও মিরসরাই উপজেলা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সভাপতি মাহফুজা জেরিন। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার ও মিরসরাই উপজেলা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার সদস্য সচীব একেএম ফজলুল হক, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।