মিরসরাইয়ে র‌্যাবের হাতে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত আটক

শনিবার, জুলাই ১৫, ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্রগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।
শনিবার র‌্যাব-৭ চট্টগ্রাম জানান, শুক্রবার রাতে মিরসরাই পৌরসভা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে (র্যাব ৭) গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ ডাকাতদলের ৩ সদস্য কে দেশীয় অস্ত্র আটক করা হয়েছে। তাদের ৩ জনকে উদ্ধারকৃত অস্ত্র সহ মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
জানাগেছে, অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে মিরসরাই পৌরসভা এলাকায় অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মিরসরাই পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহেদী হাসান (২৭), পিতা-মীর হোসেন সাং-পশ্চিম গোবনীয়া, মোঃ নাজিম (২৮), পিতা-মৃত. আবুল কামাল, সাং-সৈদালী, উভয় থানা- মীরসরাই, জেলা-চট্টগ্রাম এবং মোঃ সালাউদ্দিন (৩৮), পিতা-মৃত. আব্দুল বারী, সাং-দেবাঙ্গা পাড়া, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ২টি অত্যাধুনিক চাইনিজ কুড়াল এবং ১টি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়।


র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা পরষ্পর যোগসাজশে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে মীরসরাই থানা এলাকাসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ডাকাতি এবং ছিনতাই করে আসছে। এছাড়াও তারা সাধারণ মানুষসহ প্রাত্যহিক চলাচলরত ব্যবসায়ীদের নিকট হতে অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা ডাকাতি-ছিনতাই দলের সক্রিয় সদস্য
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ১নং আসামী মেহেদী হাসান (২৭) এর বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতি সহ ৩টি মামলা, ২নং আসামী মোঃ নাজিম (২৮) এর বিরুদ্ধে চট্টগ্রাম মিরসরাই থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির অভিযোগে ২টি মামলা এবং ৩নং আসামী মোঃ সালাউদ্দিন (৩৮) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ মডেল থানায় মাদকদ্রব্য আইনে ১টিসহ কক্সবাজার জেলার সদর ও মহেষখালী থানায় চুরি, ছিনতাই, ডাকাতির মোট ৭ টি মামলা রয়েছে ।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আসামি ৩ জনকে শুক্রবার রাতে থানায় দিয়েছে র্যাব- ৭ । তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্ত হবে । উদ্ধারকৃত আলামতসহ কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।