মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা

মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম  শ্রেণি ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়  “জনসংখ্যা সমস্যাই দেশের উন্নয়নের অগ্রগতিতে একমাত্র অন্তরায়।

গত ১৮ জুলাই মঙ্গলবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।  মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদ হোসেন।  বিচারক মন্ডলির দায়িত্ব পালন করেন মিঠাছডা ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সেলিম নিজামী, করেরহাট আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক আমজাদ হোসেন শাহেদ ও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম হোসাইন সবুজ।

অনুষ্ঠানে বিপক্ষ দল (অষ্টম শ্রেণি) বিজয়ী হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন  অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত মাহী।