মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বাংলাদেশী যুবক ইয়াজ উদ্দীন আহমেদ রমিম (২২) কে গুলি করে হত্যার প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে শোক ব্যাজ ধারন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার উপদেষ্টা কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই শাখার সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মিয়া মিঠু, দপ্তর সম্পাদক নুর উদ্দিন, আশরাফুল বারী অপু প্রমুখ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম বলেন, ইয়াজ উদ্দীন আহমেদ রমিমকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং তার লাশ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করতে হবে ।
তিনি আরো বলেন, রমিম হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমেরিকার দূতাবাস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে ।
নয়ন কান্তি ধুম আরো বলেন, যুক্তরাষ্ট্রে এখনো প্রকাশ্য দিবালোকে মানুষ খুন হয়। অথচ তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে । তাদের পুলিশ বাহিনী থেকে আসামী হাতকড়া অবস্থায় পালিয়ে যায় আর আমার দেশে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গী, সন্ত্রাসবাদ দমনে সক্ষমতার প্রমান দিয়ে যাচ্ছে ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধারা মার্কিনীদের অস্ত্র খালাস প্রতিরোধ করে কঠিন শিক্ষা দিয়েছিলো। আমেরিকার উচিত বাংলাদেশের কাছে মানবাধিকার শিখা।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার উপদেষ্টা কামরুল হোসেন তার বক্তব্যে বলেন রমিম আমার এলাকার বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আমরা দেশের সকল মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশে অবস্থিত আমেরিকার দূতাবাস ঘেরাও করবো। আমেরিকায় এই পর্যন্ত যত বাংলাদেশি খুন হয়েছে সবগুলো খুনের ন্যায় বিচার করতে হবে ।
প্রসঙ্গত: গত ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের ইয়াজ উদ্দীন আহমেদ রমিম কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তার সাথে থাকা গাড়ি ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। রমিম মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের বাদশাহ মিয়া সওদাগর বাড়ীর মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।