জামালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রবিবার, জুলাই ৩০, ২০২৩

আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মত বিনিময় সভা করেছেন। শনিবার( ২৯ জুলাই) বিকাল সাড়ে ৫ টা থেকে ৬টা পর্যন্ত নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম ওই মত বিনিময় সভা করেন।

 

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক সোহেব হাসান, ডিবিসির সাংবাদিক সাবেক সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, মেলান্দহ রিপোর্টারস ইউনিটির সভাপতি শাহ জামাল বক্তারা বলেন, পুলিশ সুপারকে জনবান্ধবের পাশাপাশি সাংবাদিক বান্ধব হতে হবে। বক্তারা পেশাদার সাংবাদিকদের সহযোগিতা করার দাবি করেন।

 

সভায় নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান আগামী দিনে দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহায়তা কামনা করেন। তিনি বলেন, গণমাধ্যম ও প্রশাসন মিলে মিশে কাজ করলে সার্বিক পরিস্থিতি ভালো থাকে।প্রশাসনকে গণবান্ধব করে তুলতে হলে সাংবাদিকদের সহায়তা একান্ত প্রয়োজন। পুলিশ সুপার কামরুজ্জামান জামালপুরে ৬০ দিনের কর্মসূচী ঘোষণা করেন। তিনি পুলিশি সেবা জনগণের দ্বার প্রান্তে পৌছানোর জামালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের বিনিময় দেন।

 

পুলিশ সুপার কামরুজ্জামান, টক টু এসপি, মামলা নিস্পত্তি, ইপটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান ও পুলিশ বুলেটিন প্রকাশ করবে।