আবুল কাশেম জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুর সংবাদদাতাঃ জামালপুরে নাশকতার অভিযোগ এনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশে করবে বিএনপি। তারি অংশ হিসেবে তিনটায় জামালপুরেও জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করার কথা আছে। তবে এর আগেই রাতভর অভিযান চালিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটকের ঘটনায় অন্যরা আতঙ্কে আছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশকে ঘিরে হঠাৎ পুলিশ গণহারে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। গভীর রাত পর্যন্ত পুলিশ বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও অভিযান চালিয়েছে। যাঁকে যেখানে পেয়েছে, সেখান থেকেই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এসব নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। শুধু আজকের বিক্ষোভ সমাবেশ পণ্ড করতেই এ অভিযান করছে পুলিশ। গ্রেপ্তারের আতঙ্কে গতকাল রাতে কোনো নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেননি বলে দাবি এই বিএনপি নেতার।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতার অভিযোগে বিএনপির ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করার প্রস্তুতি চলছে। মামলার পর সবাইকে আদালতে পাঠানো হবে।