ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্কুল- মাদ্রাসায় ১৮ লাখ টাকা অনুদান দিয়েছেন মেহেদী হাসান বিপ্লব

সোমবার, জুলাই ৩১, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়ি উপজেলার গণমানুষের সাথে পুরো দিন ব্যস্ত সময় কাটিয়ে ভালোবাসায় সিক্ত হলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মেহেদী হাসান বিপ্লব। বছরের ১২ মাস এলাকার মানুষের বিপদ আপদে তিনি সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের সুঃখ দুঃখে প্রথমেই উঠে আসে মানবিক মানুষ মেহেদী হাসান বিপ্লবের নাম। করোনায় যখন মানুষ গৃহবন্দী তখনও তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাবার, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসা খরচ। এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নে সারাবছর ব্যক্তিগত সহায়তা পৌঁছে দেন।

 


সোমবার (৩১ জুলাই) মেহেদী হাসান বিপ্লব ৪নং ভুজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সুঃখ দুঃখের কথা শুনেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যান সমস্যা ও পড়ালেখার খোঁজ খবর নিতে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা তাদের প্রতিষ্ঠানের অভাব অনটন, শিক্ষা উপকরণ ও আবাসনের সমস্যা তুলে ধরেন। মেহেদী হাসান বিপ্লব বিভিন্ন স্কুল মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা এবং সমস্যায় জর্জরিত দেখে উপস্থিত ব্যাক্তিগত তহবিল থেকে ৮টি প্রতিষ্ঠানে ১৮ লাখ টাকা অনুদান বিতরণ করেন।


অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে ভূজপুর পাবলিক হাই স্কুলে ২ লাখ টাকা, আবুবকর ছিদ্দিক রাঃ মাদরাসা ৫ লাখ টাকা, মুফতি সাহেব হুজুর মাদরাসা ২ লাখ টাকা, ইসলামিক সেন্টার ৫০ হাজার টাকা, কাজিরহাট মাদরাসা ৫ লাখ টাকা, গার্স স্কুল ২ লাখ টাকা, মিরেরখীল মাদরাসা ১ লাখ টাকা, রাবারড্যাম মাদরাসা ৫০ হাজার টাকা।

মেহেদী হাসান বিপ্লব বলেন, ফটিকছড়ি আমার জন্মস্থান। এখানে শত বছর ধরে মানুষের বন্ধন ভালোবাসা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আমাদের গর্বের। হানাহানি, দলবাজি, দখলবাজি, দুস্যুতা করে এখানে কেউ টিকতে পারবেনা। ফটিকছড়ির মানুষকে গুটি কয়েক সন্ত্রাসী জিম্মি করে রেখেছে। জনগণ  সুযোগ পেলে সকল অপকর্মের হিসাব নিবে সেদিন বেশি দুরে নয়। ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে অপশক্তির পরাজয় নিশ্চিত।