জাতির সংবাদ ডটকম।। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (২ আগস্ট) আদালতে রায় পড়া শুরুর আগেই নয়াপল্টন জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। যোগ দেন সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরাও। রায় ঘোষণার পরপরই বিক্ষোভ মিছিল বের করেন তারা।
দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে আবারও পল্টনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে দিশহারা হয়ে গেছে সরকার।