জামালপুরে এপির স্পন্সরশিপ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

 

আবুল কাশেম জামালপুরঃ-

 

শিশুর বিকাশ এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার ব্রত নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন স্পন্সরশিপ বিষয়ক দুইদিনব্যপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয় সোমবার বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

জামালপুর শহরে হোটেল রওশনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, অর্থ ও প্রশাসন পরিচালক জিয়াউর রহমান, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, স্পন্সরশিপ বিষয়ক কর্মকর্তা সরোজ হোবার্ট গ্রেগরি, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

প্রশিক্ষণে ১৭ জন কমিউনিটি ভলেন্টিয়ারসহ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কর্মীরা অংশ নেন।

হংকং সরকারের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন অংশিদারিত্বে জামালপুর এরিয়া প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এ কর্মসূচির অন্যতম প্রধান কাজ স্পন্সরশিপ। এতে জামালপুর পৌরসভার ৪টি ওয়ার্ড এবং লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নের দুই হাজর ৫৪২ শিশু অন্তর্ভূক্ত হয়েছে। এপির মাধ্যমে শিশুদের জীবনমূখী শিক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, চিকিৎসা, শিশুদের পরিবারের জীবীকায়নসহ বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম চলছে। সৃষ্টিশীলতা, ক্রীড়া ও সংস্কৃতি নৈপুন্যেও স্পন্সর শিশুরা পারদর্শী হয়ে উঠছে বলে এপি সংশ্লিষ্টরা জানান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্পন্সরশিপ সম্পর্কে অধিক ধারণা পাওয়ায় শিশুদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা সহজ হবে বলে জানান।