পৃথিবীর কোনো মানুষই সবার কাছে প্রিয় হতে পারেনা

শনিবার, আগস্ট ১৯, ২০২৩

 

।। সায়মা শাহনাজ পিংকি।।

যে বা যাদের কাছে তুমি অপছন্দের,শত চেষ্টার পরেও কোনো ভাবেই তাদের মন পাবে না তুমি!তোমার ভালো কাজেও তারা ভুল ধরবেই।

পছন্দের মানুষের ভুলগুলো মানুষের কাছে সঠিক বলে মনে হয়,আর অপছন্দের মানুষের সঠিক কাজগুলোই মানুষের ভুল বলে মনে হয়।দিনের পর দিন তুমি যাদের অপছন্দের কারণ হওয়া স্বত্বেও সামান্য একটু প্রশংসা কিংবা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছো,তারা কখনোই তোমার প্রতি বিন্দুমাত্র নমনীয় হবে না।

কিভাবে তোমাকে আরও কষ্ট দেয়া যায়,তারা শুধু এটাই চিন্তা করবে।পৃথিবীর কোনো মানুষই সবার কাছেই প্রিয় হতে পারে না,দিনশেষে কারো না কারো কাছেই অপ্রিয় হয়ে থাকে।কিন্তু তাই বলে তো আর কারো জীবন থেমে থাকে না।

তবে এটা ঠিক যে,পুরো পৃথিবীর সবার কাছে অপছন্দের হলেও যদি ঠিক একটা মানুষ তোমায় সঠিক ভাবে বুঝতে পারে,তোমায় ভালোবাসে,তোমায় পছন্দ করে,তবে এই সবার অপছন্দ করার ব্যপারটা তোমাকে কষ্ট দিবে না।

কষ্ট তুমি ঠিক তখনই পাবে,যখন দেখবে যাকে কিংবা যাদের ভালোবাসো,আপন ভাবো,তারাই তোমাকে অপছন্দ করে!যাদের ভালোবাসার বিনিময়ে ঘৃণা পেতে হয়,শুধু শুধু তাদের মন কিংবা ভালোবাসা পাওয়ার জন্য বৃথা চেষ্টা করো না।যে তোমাকে পছন্দ করবে,সে এমনিতেই করবে,কোনো কারণ ছাড়াই করবে,কোনো শর্ত ছাড়াই করবে।বিশ্বাস করো,তোমাকে ভালোবাসার মতো,পছন্দ করার মতো মানুষ পৃথিবীতে আছে বলেই তুমি এখনো বেঁচে আছো। আমার প্রতিটি লেখা পৃথিবীর সকল মানুষের জীবন কে ঘিরে ।