ছাত্রদল নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভোলা জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল

সোমবার, আগস্ট ২৮, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলা জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল।

 

 

রবিবার (২৭ আগষ্ট) প্রতিবাদ মিছিলিটি শহরের জিয়া মার্কেট থেকে ভোলা জেলা বিএনপির পার্টি অফিস গিয়ে শেষ হয় ।

 

এসময় ছাত্রদলের নেতা কর্মীরা ‘একশন একশন ডাইরেক্ট একশন, ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন’  ‘আবুল হাসান চৌধুরী ভাই গ্রেফতার কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অঙ্গিকার’ ‘মিথ্যা মামলা হুলিয়া, দিতে হলে তুলিয়া, খালেদা জিয়ার মুক্তি, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

 

উল্লেখ্য যে গত মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিউলাইফ হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক এবং বর্তমান সহ-সভাপতি আবুল হাসান চৌধুরীকে তুলে নিয়ে যায়।

 

 

আবুল হাসান চৌধুরী ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন চৌধুরী পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি মির্জাকলু হাই স্কুল থেকে এসএসসি পাস করে ঢাকা তিতুমীর কলেজে ভর্তি হয়ে ছাত্রদলের সাথে যুক্ত হন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পদে রয়েছেন।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ভোলা জেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা নোমান তালুকদার ভোলা পৌর ছাত্রদল নেতা জাকারিয়া বেল্লাল পৌর যুগ্ন-আহবায়ক আসিফ আফসান। জেলা ছাত্রদল নেতা মোঃবাহাউদ্দিন বাহার, মাসুম বিল্লাহ, রিয়াদ,আতা হার আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল প্রমুখ ।