এম এ হাই, সাঁথিয়ায় প্রতিনিধি : সাঁথিয়ায় নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, পূজাঅর্চনা, তারকব্রহ্ম হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়৷ মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করেন।
৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাঁথিয়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে সাঁথিয়া কালি মন্দির হোয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়৷ র্যলীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়৷ পরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ র্যালীতে সনাতন ধর্মের পুরুষ ও শিশুরা ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্র এবং রংবেরঙের জামা কাপড় পরে অংশগ্রহণ করেন।
সাঁথিয়ায় জন্মাষ্টমী উপলক্ষ্যে শ্রী সুশিল কুমার দাসের সভাপতিত্ব এবং রতন দাসের পরিচালনায় মন্দিরের সামনে পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,৷ আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওয়ামীলীগ নেতা হাসান আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন,সাঁথিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার দাস, সহ সভাপতি কার্তিক চন্দ্র সাহা প্রমুখ ।