প্রকাশিত হলো জাবেদ ইকরামের ধিকি ধিকি

বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩

 

বিনোদন ডেস্ক:

প্রকাশ পেল কণ্ঠশিল্পী জাবেদ ইকরামের চমৎকার গানের মিউজিক ভিডিও ধিকিধিকি।

গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মেহেদী হাসান লিমন ও সুর,সংগীত করেছেন ইয়াসিন হোসেন নিরু।

গানটি জাভেদ ইকরামের নিজস্ব ইউটিউব চ্যানেলে গেল সপ্তাহে প্রকাশিত হয়েছে।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন আলিফ চৌধুরী ,নাফিসা নুসরাত,প্রণোমী ও সাব্বির আহমেদ সিনরা।

প্রকাশের পর থেকে গানটি টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। গানটিতে চমৎকার কোরিওগ্রাফি করেছে জনপ্রিয় ড্যান্স গ্রুপ ডিএমএস ফ্লাশ ড্যান্স কোম্পানি।

মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন যৌথভাবে জাহাঙ্গীর গাজী ও নাজমুল ইভান।

জাবেদ ইকরামের ছোট বেলা থেকেই গানের প্রতি খুব ঝোঁক ছিল। প্রবাসীদের আহবানে প্রবাসে এসেও নিজের প্রতিভা বা নিজের শখ আহ্লাদকে মাটি চাপা না দিয়ে যতটুকু সম্ভব কষ্টের মধ্যেও নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে কন্ঠ শিল্পী জাবেদ ইকরাম বলেন, আমার ছোটবেলা থেকেই সংগীতের প্রতি খুব দুর্বলতা। আমৃত্যু সংগীতের সাথে থাকতে চাই।

তিনি আরো বলেন,প্রবাসী বাঙ্গালীরা বিদেশে থেকে অনেকে আছেন যারা নিজের প্রতিভাটাকে দেশের বা প্ররিবারের জন্যে উৎসর্গ করে,কিন্তু তা না করে যেনো প্রবাসে থেকেও নিজের সংস্কৃতিকে যেনো বিশ্ব দরবারে তুলে ধরতে পারে সেটাই আমার চাওয়া।

প্রসঙ্গত জাবেদ ইকরাম গানের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রবাসীদের নিয়ে বিভিন্ন সচেতনতা মূলত গান তৈরী করেছেন এবং বিভিন্ন গান ও নাটকের প্রডিউসার হিসেবে অবদান রেখেছেন।